২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশের রাজনৈতিক পরিসরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থাপিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ উগ্র জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত নয় বলেই মনে করি। এই জাতীয়তাবাদ কোনো বিভাজনমূলক জাতীয়তাবাদ নয়; বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক পরিচয়বাদ, যা বাংলাদেশের প্রতিটি নাগরিককে এক ও অভিন্ন সম্পর্কের বন্ধনে আবদ্ধ করেছে। ইসলামে যে জাতীয়তাবাদকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলো আসাবিয়্যাহ, নিজের জাতি, গোত্র, বংশ বা ভাষাকে অন্যদের ওপরে স্থান দেওয়া, বৈষম্য করা এবং বিভাজন সৃষ্টি করা। বাংলাদেশী জাতীয়তাবাদ এই ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো জাতিগত শ্রেষ্ঠত্ব নেই, বরং ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও এক অভিন্ন পরিচয় প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ ছিল একটি নতুন রাষ্ট্র। এ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন ছিল এমন একটি অভিন্ন পরিচয়,...