২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে চীনা পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দেশটিতে কয়েকদিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। যার ফলে ব্যাপক হারে ভ্রমণ বাতিলের ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে নেপালের পর্যটন খাতে, বিশেষ করে চীন থেকে আগত পর্যটকদের ক্ষেত্রে। ‘চায়না ট্রেডিং ডেস্ক’ নামক একটি ভ্রমণ বিপণন ও প্রযুক্তি সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে নেপালে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর চীনা পর্যটকদের প্রায় ৫০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী সুব্রামানিয়া ভাট জানান, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীন থেকে প্রতি মাসে গড়ে ৭,৫০০টি বুকিং হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে ২০২৫ সালের বাকি সময়ের জন্য বুকিং প্রায় ৩০ শতাংশ...