২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইসরাইলি সরকারের ক্রমবর্ধমান ডানপন্থী নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। পশ্চিম তীরের কোনো অংশ সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্র্রাস করার ব্যাপারে সক্রিয়ভাবে ভাবছে উপসাগরীয় এই রাষ্ট্রটি। ২০২০ সালের ঐতিহাসিক আব্রাহাম চুক্তির মাধ্যমে যেভাবে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ইসরাইলের সঙ্গে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, আজ সেই সম্পর্কই কঠিন সংকটের মুখে। ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রথম উপসাগরীয় রাষ্ট্র হিসেবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সেই সময় এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য করা হয়েছিল। তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সেই সম্পর্ক এখন টানাপোড়েনে পড়েছে।রয়টার্সের...