২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভারত আর পাকিস্তান চিরবৈরী দুই প্রতিবেশী দেশ, যাদের প্রায় সব পর্যায়েই মুখ দেখাদেখি বন্ধ। গত মে মাসের রাজনৈতিক উত্তাপে খেলা বন্ধ করতে আদালতের শরণাপন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। এমন দুটি দলকেও বারবার একসঙ্গে মাঠে নামিয়ে দিতে পারে এই ক্রিকেট। এবারের এশিয়া কাপ মুখোমুখি বসিয়েছে আদর্শিকভাবে বিপরীত মেরুতে থাকা দুই দেশকে। মাঠে যতই একপেশে লড়াই হোক, মাঠের বাইরে নানা নাটকে ভরপুর থাকে এশিয়া কাপের চিত্রনাট্য, বরাবরই যার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান। আগামীকাল সে রকমই আরেকটি ঘটনার সাক্ষী হতে হবে সবাইকে, যেদিন এবারের এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে এবারের পাক-ভারত ম্যাচেই শুধু নয় বিশ্ব ক্রিকেটেই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম অ্যান্ডি পাইক্রফট। দুবাইয়ে গত রোববার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের...