ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী বাজার এলাকায় অবস্থিত ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে খানকাটি ভাঙচুর করে এবং সাউন্ড সিস্টেমসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজার এলাকায় সরকারি জমিতে প্রায় ১৭ বছর আগে খানকাটি প্রতিষ্ঠা করেন স্থানীয় সুফি সাধক উসমান গণি ফকির। প্রতি শুক্রবার রাতে সেখানে সামা ও কাওয়ালির আসর বসত। স্থানীয়ভাবে এটি ‘গণি ফকিরের আস্তানা’ নামে পরিচিত। সম্প্রতি এসব আয়োজনকে ঘিরে এলাকাবাসীর একটি অংশ ক্ষোভ প্রকাশ করে এবং এটিকে ‘অসামাজিক কার্যকলাপ’ বলে দাবি করে বন্ধের দাবি জানায়। খানকার খাদেম উসমান গণি ফকির...