ভারতের দেয়া ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আমির কালেম ও হাম্মাদ মির্জার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮তম ওভার পর্যন্ত দারুণভাবে লড়াই করে ওমান। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। ওমানকে ২১ রানে হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে, সবকটি ম্যাচ হেরে আসর শেষ করলো ওমান।আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিয়েছেন জাতিন্দার সিং, আমির কালেম, হাম্মাদ মির্জারা। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ওমানের প্রয়োজন ছিলো ৭৩ রান, হাতে ছিলো ৯ উইকেট। শক্তিশালী ভারতের বিপক্ষে এই কাজটুকু করা সহজ ছিলো না ওমানের জন্য।জাতিন্দার ৩২ রানের ইনিংস খেলে ফিরলেও ওমানকে টানছিলেন মির্জা ও আমির। ইনিংসের ১৬তম ওভারে কুলদীপ যাদবকে টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ওই ওভারে তুলেন ১৫ রান। পরের ওভারে আর্শদীপ...