রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে নতুন ধরনের অপরাধী গোষ্ঠীর উত্থান ঘটেছে। চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব ও সংগঠিত অপরাধের বিস্তার দ্রুত বাড়ছে। বিশেষ করে শিল্পাঞ্চল, বন্দর ও প্রাকৃতিক সম্পদনির্ভর এলাকাগুলোতে নতুন অপরাধীদের প্রভাব বিস্তার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এ ধরনের অপরাধ দমনে দেশব্যাপী সমন্বিত অভিযান শুরু হয়েছে, তবে প্রভাবশালী চক্রের কারণে কার্যক্রম বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৫ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৬৫০ জনকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৩৭১ জনই নতুন মুখ। তাদের বিরুদ্ধে আগে কখনো চাঁদাবাজি বা অবৈধ দখলদারিত্বের অভিযোগ ছিল না। বাকি ২৭৪ জন আগে থেকেই চিহ্নিত অপরাধী। ফলে রাজনৈতিক পরিবর্তনের পর দেশে নতুন অপরাধীদের প্রবেশ বাড়ছে বলেই প্রমাণিত...