ইংল্যান্ডে ফেরার উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার পেলেন জালের দেখা। চ্যাম্পিয়নস লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে রাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনা ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের। রাশফোর্ডের মতো কেভিন ডি ব্রুইনের ইতিহাদে ফেরাটা সুখকর হয়নি। ম্যানচেস্টার সিটি ২-০ তে হারিয়েছে নাপোলিকে। চোটে বাইরে থাকা লামিন ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৬৫ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। নিউক্যাসলের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে গোলের জন্য নিউক্যাসলের তিন শটের দুটি ছিল লক্ষ্যে। যা ঠেকিয়ে দেন বার্সার স্প্যানিশ গোলকিপার হোয়ান গার্সিয়া। আর বার্সেলোনার ৯ শটের একটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৮ মিনিটে এগিয়ে যায় কাতালানরা। জুল কুন্দের ক্রসে বক্সে হেডে বল জালে পাঠান রাশফোর্ড। গ্যালারিতে...