এক দল সবার আগে সুপার ফোরে উঠেছে, আরেক দল অনেক আগেই সুপার ফোরের লড়াই থেকে ছিটকে পড়েছে। গতকাল আবুধাবিতে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নিছক নিয়ম রক্ষার হলেও ভারতের জন্য মাইলফলকের। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে নিজেদের ২৫০তম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। মাইলফলকের ম্যাচটি তাদের জন্য এশিয়া কাপের সুপার ফোরের আগে ব্যাটিং–বোলিং অনুশীলনেরও ছিল।তা ব্যাটিং অনুশীলনটা ভারতের ভালোই হয়েছে। কিন্তু বোলিং অনুশীলন? আবুধাবিতে লম্বা বাউন্ডারির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ব্যবহৃত পিচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করেছে ভারত। কিন্তু বল হাতে ওমানকে অলআউট করতে পারেননি ভারতের বোলাররা। ভারতের কাছে ২১ রানে হারা দলটি ২০ ওভারে ৪ উইকেটে তুলেছে ১৬৭ রান। অসম এ লড়াইয়ে সূর্যকুমার যাদবের দলের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা যেমন ছিল, ব্যাটিংটা তেমনই...