মালদ্বীপে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়। স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণত গোলে জয়-পরাজয় নির্ধারণ হয়। বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের ওপর জয়-পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়। বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে...