বিনোদন ডেস্কঃসময়টা একেবারেই অনুকূলে যাচ্ছে না দীপিকা পাডুকোনের। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে কাজ না করার পর এবার বাদ পড়লেন নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’র সিক্যুয়াল থেকেও। দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কাল্কি ২৮৯৮’। ছবিটির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কিনা, এ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন তাকে আবার বড়পর্দায় দেখার জন্য। তবে সেই প্রত্যাশায় ভাটা পড়ল। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এক আনুষ্ঠানিক ফেসবুক পোস্টে জানিয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কাল্কি ২৮৯৮’ ছবির সিক্যুয়ালে থাকছেন না দীপিকা পাডুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে তা সম্ভব হয়ে উঠছে না। এই ছবির সিক্যুয়ালে অভিনয়ের জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা।” এই ঘোষণার পর হতাশ হয়েছেন নায়িকার ভক্তরা। ধারণা...