এলডিসি থেকে উত্তরণে সরকার ও ব্যবসায়ী সংগঠনের মধ্যে বেশ টানাপড়েন লক্ষ করা যাচ্ছে। সরকার বলছে, আমরা এলডিসি থেকে উত্তরণ পেছাব না অর্থাৎ ২০২৬ সালের যথাসময়ে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। বিপরীতে সংগঠনগুলো বলছে, এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির ঘাটতি রয়েছে। সুতরাং এলডিসি থেকে উত্তরণ হবে, বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক? ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর, গত পাঁচ দশকে সব মিলিয়ে আটটি দেশের এলডিসি থেকে উত্তরণ হয়েছে। সেই দেশগুলো থেকে একটু অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। এলডিসি থেকে উত্তরণে, অনেক দেশই নানা ধরনের ঝুঁকি নিয়ে কাজ করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে। ঝুঁকি বলতে বোঝানো হয় বাণিজ্য নির্ভরতা, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্যের উচ্চহার, অবকাঠামোগত দুর্বলতা অথবা বহিঃনির্ভরশীল অর্থনীতি। তবু সঠিক পরিকল্পনা ও সংস্কারের মাধ্যমে কিছু দেশ...