২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল পদে ঘুষমুক্ত নিয়োগের নজির তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল- ঘুষ ছাড়া পুলিশে চাকরি পাওয়া যায় না। এবার সেই ধারণা ভেঙে মাত্র ১০৯ টাকা সরকারি ফি জমা দিয়ে ২৭ জন তরুণ-তরুণী যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশে। গত ২০ আগস্ট কুষ্টিয়ায় মাঠপর্যায়ের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক হাজার ২৭৩ জন প্রার্থী। তিন দিনব্যাপী পরীক্ষার পর প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৪৭ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩২৯ জন, উত্তীর্ণ হন ৫০ জন। এরপর ভাইভায় অংশ নেন ৪৮ জন। সবশেষে জেলার জন্য বরাদ্দ ২৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় একজন এবং বাকিদের মধ্যে ২৫ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই...