২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম প্রাথমিক পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে পরের ধাপের চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে উঠেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। আর টুর্নামেন্ট ফাইনাল ২৮ সেপ্টেম্বর। সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ। তবে এত সহজে হয়নি লিটন কুমার দাসদের এই রাউন্ডে ওঠা। গ্রুপের শেষ ম্যাচের আগপর্যন্ত ঝুলেছিল তাদের ভাগ্য। গতপরশু রাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে দূর হয়েছে অনিশ্চয়তা। তবে উচ্ছ্বাসে বুঁদ থাকার সুযোগ খুব একটা নেই। দ্রুতই আসল লড়াইয়ে নামতে হচ্ছে ফিল সিমন্সের...