২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বিশ্ব ওজোন দিবস পলক্ষে জাতিসংঘের মহাসচিবের বার্তায় জানানো হয়েছে, ধারাবাহিক পদক্ষেপের ফলে ওজোন স্তর ধীরে ধীরে নিরাময়ের পথে। তবে একইসাথে তিনি সতর্ক করেছেন, পৃথিবী এখনো বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার ঝুঁকির মুখে রয়েছে। তিনি সরকারগুলিকে প্রোটোকলের কিগালি সংশোধনী অনুমোদন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এই সংশোধনীর মাধ্যমে হাইড্রোফ্লুরোকার্বন ধাপে ধাপে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এটি শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এড়াতে সহায়তা করতে পারে। বার্তায় আরও বলা হয়েছে, নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনায় এসব প্রতিশ্রুতি প্রতিফলিত করতে হবে, যাতে তা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা রক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এক ডিগ্রির প্রতিটি ভগ্নাংশ গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপই জরুরি। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সরাসরি...