২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, আল্লাহ ইরশাদ করেছেন, হে রাসূল (সা.) আপনাকে সব মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর দয়া ও রহমত সবাইকে বেস্টন করে রেখেছে। সব রহমতের মালিক কে একমাত্র আল্লাহ। রাসূল (সা.)-এর সূত্র ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো পথ নেই। আল্লাহর রহমত পেতে হলে ঈমান ও তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। তাকওয়ার জিন্দেগী অবলম্বন করো। ঈমান এনে বসে থাকলে চলবে না। ঈমানের নবায়ন চলতেই থাকবে। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে।’ রাসূল (সা.) একটি সুন্দর সমাজ একটি নিরাপদ পবিত্র সমাজ উপহার দিয়ে গেছেন। খতিব বলেন, আল্লাহর আনুগত্য ও রাসূল (সা.) আনুগত্য করলেই...