২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চলতি বছরের জুলাইয়ে দেশের আমদানি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত ডলার সংকট কাটিয়ে ওঠা ও আমদানি নীতি শিথিলতা করার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সংকলিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে আমদানিকারকরা ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে, ২০২৩ সালের জুলাইয়ে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল। এরপর থেকে আমদানি কমতে থাকে, যা এ বছর আবার ঘুরে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছর জুলাইয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে বাণিজ্য অনেকটা থমকে গিয়েছিল। তাই এবার স্বাভাবিক ব্যবসা ফিরেই আমদানিতে বড় বৃদ্ধি দেখা যাচ্ছে।...