২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র বলিভারিয়ান প্রজাতন্ত্রের প্রাকৃতিক সম্পদ দখল করার জন্য সেখানে পুতুল শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।ভেনেজুয়েলানা ডি টেলিভিশন টেলিভিশন চ্যানেলে প্রেসিডেন্ট বলেন, ‘ভেনিজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল সরকার প্রতিষ্ঠা করার এবং আমাদের বৃহত্তম তেল মজুদ, বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাস মজুদ এবং প্রথম স্বর্ণ মজুদ চুরি করার জন্য একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা তৈরি করা হয়েছে’ । মাদুরো বলেন, এ উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন কেন্দ্রীভূত করেছে এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তিনি জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব শুল্ক সংস্থা এবং মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ইতিমধ্যেই ভেনেজুয়েলার [মাদক পাচারের] অভিযোগ প্রত্যাখ্যান করেছে।” তিনি বলেন,...