২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম স্পেনে নিজের অভিষেকটা উৎসবে রাঙ্গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মিশনে বার্সেলোনাকে জয় উপহার দিলো মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জোড়া গোল করলেন ইংলিশ তারকা। বৃহস্পতিবার রাতে সেন্ট জেমস পার্কে ইংলিশ ক্লাব নিউ ক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল। ইনজুরির কারনে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই আক্রমনাতœক বার্সেলোনা। যদিও ঘরের মাঠে প্রথম সুযোগ পায় নিউক্যাসল। ৯ মিনিটে হার্ভে বার্নসের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ২৪ মিনিটে বার্নসের আরেকটি শট দারুণ নৈপুণ্যে রুখে দেন বার্সেলোনার এই স্প্যানিশ গোলরক্ষক। ১৮ মিনিটে রবার্তো লেভানডস্কির হেড ঠেকান গোলরক্ষক নিক পোপ। প্রথমার্ধে বেশকটি আক্রমন...