২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট কেন্দ্র ও বুথের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্র এবং ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র প্রণয়ন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন হলের ভোটকেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য মমতাজউদ্দিন একাডেমিক ভবন মন্নুজান হলের ভোটাররা ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন। ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন জুলাই-৩৬ হল ও রোকেয়া হলের ভোটাররা যথাক্রমে ১২৮ ও ১২২ নম্বর কক্ষে ভোট দেবেন। রবীন্দ্র ভবন তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল এবং রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট দেবেন ১৪৬,...