২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঘরোয়া ফুটবলে দুই মৌসুম ধরে আবির্ভাব ঘটেছে এক ম্যাচের টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের। এই টুর্নামেন্ট দিয়েই গত মৌসুমের ফুটবল মাঠে গড়িয়েছিল। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় আসর দিয়েই মাঠে গড়ালো নতুন মৌসুম। মৌসুমের প্রথম টুর্নামেন্টে ফের সেরা হয়েছে বসুন্ধরা কিংস। তারা আগের আসরের মতো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো জিতেছে চ্যালেঞ্জ কাপের শিরোপা। গতকাল দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ১০ জনের বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ দুইটি এবং আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্তু ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে সান্তনার একমাত্র গোলটি করেন...