২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচনের ঘোষণা এলে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে আগামী দিনে বিএনপি আবার ক্ষমতায় আসবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে এসব কথা বলেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যানের অভিযোগ, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে, চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে। বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।’ দুদুর হুঁশিয়ারি, ‘তারা যদি আবার ষড়যন্ত্র...