খেলাধুলা ডেস্কঃএশিয়া কাপে সুপার ফোরের সমীকরণ মিলে গেছে গতকালই। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান, ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। বাকি তিন দলের গ্রুপ পর্ব শেষ হয়ে গেলেও ভারত খেলছে আজ নিজেদের শেষ ম্যাচ। আবুধাবিতে প্রতিপক্ষ ওমান। ম্যাচটা আসলে ‘ডেড রাবার’। আর এই ডেড রাবারেই যশপ্রীত বুমরাকে বিশ্রামে দেখতে চান সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, তিনি চান না সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও বুমরা খেলুক! ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমনিতেই বেছে বেছে খেলায় বুমরাকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেছেন। আজকের ম্যাচে বিশ্রাম নেওয়া প্রায় নিশ্চিত। কিন্তু পাকিস্তান ম্যাচেও তাঁকে বাইরে রাখবে ভারত? আসলে গাভাস্কার চাইছেন বুমরাকে ফাইনালের জন্য সামলে রাখতে। মানে, ভারত ফাইনালে উঠবে, এ বিশ্বাস এতটাই শক্ত তাঁর! সনি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন,...