ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় দুই দলের মধ্যে বিশাল পার্থক্য থাকলেও, মাঠে নেমে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে ওমান। আমির কালিম ও হাম্মাদ মির্জার চমৎকার ইনিংসে শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাস্য কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি তারা। টানা তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করল টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত জেতে ২১ রানে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৮ রান। জবাবে ওমানের সংগ্রহ ১৬৭। আটজন বোলার ব্যবহার করেও ভারত নিতে পারে মাত্র চারটি উইকেট। একপর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ওমানের প্রয়োজন ছিল ১৬ বলে ৪০ রান। তবে কালিম ও হাম্মাদের বিদায়ের পর শেষ হয়ে যায় তাদের সব আশা। ওপেনার আমির কালিম ৭ চার ও ২ ছক্কায় ৪৬ বলে করেন ৬৪ রান।...