কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম গেল কয়েক বছর ধরেই হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে দেশের দুই পরাশক্তি মোহামেডান ও আবাহনী। মৌসুমের শুরুতেই স্থানীয় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বাফুফে মাঠের বরাদ্দ দিয়ে দেয় ক্লাবগুলোকে। বরাদ্দ পাওয়ার পর থেকে সেই মাঠের পরিচর্যার দায়িত্বও থাকে ক্লাবের। অথচ দেশের সবচেয়ে জনপ্রিয় দুদল তাদের হোম ভেন্যুটিকে খেলার জন্য প্রস্তুত করতে চরম উদাসীনতা দেখিয়েছে। যার ফলে মৌসুমের শুরুটা হয়েছে পুরোপুরি অপ্রস্তুত মাঠে। শুক্রবার এ মাঠে অনুষ্ঠিত হয় চ্যালেঞ্জ কাপ। শিরোপার লড়াইলে নেমেছিল মোহামেডান ও বসুন্ধরা কিংস। মোহামেডান গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নিজেদের মাঠে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছিল। তাই এ ম্যাচ আয়োজনের সব প্রস্তুতির দায়ভার ছিল সাদা-কালোদের। তবে মোহামেডান এই মাঠ খেলার উপযোগী করে তুলতে সেভাবে কোনো দায়িত্বই...