সুদানের পশ্চিমাঞ্চলের আল-ফাশের শহরের এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে কমপক্ষে ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে, যখন মসজিদে নামাজ চলছিল। স্থানীয় একজন বাসিন্দা জানান, হামলাটি ঠিক ওই সময়েই পরিচালিত হয়। যদিও স্থানীয়রা আরএসএফকে দায়ী করেছেন, গোষ্ঠীটি এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি। গত দুই বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আল-ফাশের বর্তমানে সেনাদের শেষ শক্ত ঘাঁটি, আর সেটি দখলে নিতে ক্রমেই অগ্রসর হচ্ছে আরএসএফ। ফলে ওই এলাকায় আটকা পড়েছেন তিন লাখেরও বেশি সাধারণ মানুষ। চলতি সপ্তাহেই আরএসএফ নতুন করে আল-ফাশেরকে লক্ষ্য করে হামলা শুরু...