টুকু দৃঢ়তার সঙ্গে জানান, দেশের মানুষের জন্য আমরা কাজ করব- এটিই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন: ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কিছু বলতে নেই, আমরা সবাই বাংলাদেশি।’ আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নিজের রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেটা। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। কাজেই আমরা যা বলি তা করার চেষ্টা করি।’ তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার...