টানা চতুর্থবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। টোকিওতে গতকাল হওয়া ইভেন্টে লাইলস সময় নিয়েছেন ১৯.৫২ সেকেন্ড। টানা চতুর্থবার বিশ্ব অ্যাথলেটিকসে সেরা হয়ে লাইলস ছুঁয়েছেন কিংবদন্তি উসাইন বোল্টকে। ২০০৯-১৫ সালের মধ্যে টানা চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে প্রথম হয়েছিলেন বোল্ট। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ইভেন্টে ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রেরই কেনি বেডনারেক। জ্যামাইকার ব্রায়ান লেভেন ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে পেয়েছেন ব্রোঞ্জ। লাইলস এবার ১০০ মিটারে তৃতীয় হয়েছিলেন। তবে ২০০ মিটারের সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার পথে লাইলস দৌড় শেষ করেন ১৯.৫১ সেকেন্ডে। যা এই বছর যে কোনো প্রতিযোগিতায় দ্রুততম। এদিকে নারীদের দৌড়ে ১০০ মিটারের পর ২০০ মিটারেও চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। ২৪ বছরের মেলিসা জেফারসন ২০০ মিটার দৌড় শেষ করেছেন ২১.৬৮...