বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটবে।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পাঁচ দফা দাবির পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষমতা কুক্ষিগত করার জন্য পেশিশক্তির দিন শেষ হয়ে গেছে—এ কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি মেনে নিলে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। দাবি আদায় ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজপথে এর জবাব দেওয়া হবে।’ সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে দেশজুড়ে কর্মসূচি চালাচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দেওয়া, পিআর পদ্ধতির আওতায় নির্বাচন এবং আরও কিছু রাজনৈতিক সংস্কার। রাজধানীতে সমাবেশ করার পর এবার বিভাগীয় শহরগুলোতে...