ম্যাচেও আলোচনায় ছিলেন দুনিথ, তবে ভুল কারণে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। এরপরই রূপ নেয় ভয়াবহ পরিণতিতে, নবি এর পরের ১৫ বলে খেলেন বিধ্বংসী ৫৫ রানের ইনিংস। বিশেষ করে দুনিথের করা শেষ ওভারটি যেন ছিল দুঃস্বপ্নের মতো। সেই ওভারে নবি মারেন টানা পাঁচটি ছক্কা। শেষ বলেও যদি ছক্কা হতো, তবে ইতিহাসে জায়গা করে নিত এক ওভারে ছয় ছক্কার দুঃসহ রেকর্ড। তবুও ক্রিকেট মাঠের হতাশার চেয়ে অনেকগুণ গভীর আঘাত হেনেছে ব্যক্তিগত জীবনের ক্ষত। মাত্র ২২ বছর বয়সী দুনিথ ওয়েলালাগে ইতোমধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন। কিন্তু ক্যারিয়ারের এই শুরুর সময়েই বাবার মৃত্যু তার জীবনকে ঢেকে দিলো বেদনার ছায়ায়। ওয়েলালাগের তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন। ওই যাত্রায় তার সঙ্গী হন লঙ্কান টিম...