বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু মাঝ আকাশে ঝাঁকুনিতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তাঁর হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে গেছে। সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি ১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। আহত কেবিন ক্রু শাবানা আজমি মিথিলাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বোসরা ইসলাম বলেন, “আবুধাবি থেকে ফেরার পথে মিথিলা যখন উড়োজাহাজের ভেতরে কাজ করছিলেন, তখন হঠাৎ বাম্পিংয়ে পড়ে হাত আঘাত পান। পাইলট ক্যাপ্টেন ইন্তেখাব সঙ্গে সঙ্গে চিফ মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।” কেবিন ক্রুর সহকর্মীরা অভিযোগ করেছেন, নামার পর বিমানবন্দরে জরুরি চিকিৎসা সঠিকভাবে পাওয়া যায়নি। তবে বোসরা ইসলাম জানান, ঢাকায় নামার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। “প্রথমে ট্রমা সেন্টারে নেওয়ার কথা থাকলেও পরে পঙ্গু...