আফগানিস্তানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠাগার। যেখানে নেই কোনো নারী শিক্ষার্থী। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বইও নিষিদ্ধ করা হয়েছে নতুন এক নিষেধাজ্ঞার অংশ হিসেবে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। এ নিষেধাজ্ঞায় মানবাধিকার ও যৌন হয়রানির মতো বিষয়ে পাঠদানও বেআইনি হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ‘শরিয়াবিরোধী ও তালেবান নীতির’ কারণে যে ৬৭৯টি বই কর্তৃপক্ষের ‘উদ্বেগের’ কারণ হয়েছে তার প্রায় ১৪০টিই নারীদের লেখা, এর মধ্যে ‘রাসায়নিক গবেষণাগারে নিরাপত্তা’ নামের বইও আছে। ‘শরিয়া ও শাসন ব্যবস্থার নীতির সঙ্গে সাংঘর্ষিক’ হওয়ায় ১৮টি পাঠ্যবিষয় না পড়াতেও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে, বলেছেন এক তালেবান কর্মকর্তা। চার বছর আগে ক্ষমতায় ফেরার পর তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করেই যাচ্ছে। চলতি সপ্তাহেই তালেবান শীর্ষ নেতার আদেশে দেশটির অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট...