পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের কলাপাড়া (পটুয়াখালী) : ইলিশ মাছের আড়তে ক্রেতা বিক্রেতার সমাগম -সংবাদ নদী ও সমুদ্রবেষ্টিত পটুয়াখালীর কলাপাড়া। বিস্তীর্ণ বঙ্গোপসাগরে অন্তত ৫০ হাজার জেলে মাছ ধরা পেশায় নিয়োজিত রয়েছে। বছরে অন্তত প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয় বঙ্গোপসাগর থেকে। সাগরবক্ষ থেকে আহরিত মাছের জেলেরা যাতে ন্যায্য মূল্য পায় এজন্য ২৮ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আলিপুর ও মহিপুর মৎস্য বন্দর। কিন্তু এ বছর এ বন্দর দুটিতে ইলিশের আমদানি কমে গেছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু বাজার ইলিশের দাম কমছে না। এর কারণ হিসেবে জেলেরা বলছেন, এখন গভীর সাগরে সাত থেকে দশ দিন জাল ফেললেও মাছ পাওয়া যায়না। তাই দাম বেশি। আর...