বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে ভোটের ফায়দা হাসিলের চেষ্টা করছে। তিনি বলেন,“তারা ঘরে ঘরে গিয়ে বলে বেড়াচ্ছেন আমাদের ভোট দিলে জান্নাত কনফার্ম। কিন্তু সচেতন মুসলমানরা তাদের ষড়যন্ত্রে পা দেবে না।”শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রহিম” যুক্ত করেছিলেন। “আমরা শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি, কিন্তু কখনো ধর্মকে ব্যবহার করে...