ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী । আজ শুক্রবার তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আটক সাইমন ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে। তার নিকট থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, সেনা ক্যাম্পের মেজর সোহেলের নেতৃত্বাধীন ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে গভীর রাত সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযানকালে সাইমনকে তাদের বাড়ি থেকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, যৌথবাহিনীর অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দেশীয় অস্ত্র...