২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এক ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছেন। এ ছাড়া তিনি ধারাবাহিকভাবে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক বক্তব্য ও পুলিশের বিরুদ্ধে বিষোদগার করে সাধারণ জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের উসকানি ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ইঙ্গিত বহন করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেট অনুযায়ী ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে পৃথক করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা ভাঙ্গার ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অবস্থান...