রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, সময় ও প্রেক্ষাপটের পালাবদলে এক সময়ের শত্রুও হয়ে উঠতে পারে মিত্র আর ঘনিষ্ঠ সম্পর্কও ভেঙে যেতে পারে মুহূর্তেই। ইতিহাস, অভিজ্ঞতা এবং বাস্তব উদাহরণ দেখায়—রাজনীতি কোনো স্থির চিত্র নয় এটি পরিবর্তনের খেলা—যেখানে প্রধান চালিকাশক্তি দেশের, দলের বা ব্যক্তির স্বার্থে কাজ করে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।জিল্লুর রহমান মনে করেন, দেশ-বিদেশের বিভিন্ন বাস্তব দৃষ্টান্ত, যেখানে ‘অসম্ভব’ মনে হলেও সময়ের প্রয়োজনে বদলে গেছে সমীকরণ, জোট, সম্পর্ক। বাংলাদেশের রাজনীতিও এর ব্যতিক্রম নয়—বরং নানা বাঁকে বাঁকে আমরা সেই রূপান্তরের স্পষ্ট চিত্রই দেখি।তিনি বলেন, রাজনীতিতে কখনোই কোনো বিষয়কে চূড়ান্ত বলা যায় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন, ‘শেষ কথা কে বলবে, শেষ নাহি যে’—ঠিক...