অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে দেখা গেছে। হঠাৎ করে কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে, পুলিশ কেন নীরব থাকছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের মিছিল সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। প্রায় প্রতিদিনই একাধিক ঝটিকা মিছিল হচ্ছে। আর প্রতিটি মিছিলের পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের অন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ফেসবুক পেজে মিছিলের ভিডিও প্রকাশ করছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণত বাংলাদেশের মূল ধারার সংবাদমাধ্যমে তাদের ঝটিকা মিছিলের খবর বা ছবি প্রকাশ করা হয় না। তবে কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ করা হচ্ছে।...