দীর্ঘদিন ধরে বাড়তে থাকা নিত্যপণ্যের দাম কিছুতেই কমছে না। ডিম, সবজি, মাছ-মাংস থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্যপণ্য বাড়তি দামেই বিক্রি হচ্ছে। একবার কোনো পণ্যের দাম বেড়ে কিছুদিন বাড়তি দামে অবস্থান করলে সেই পণ্যে দাম আর কমতে চায় না। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনও প্রায় অধিকাংশ সবজির দাম বাড়তি। বর্তমান বাজারে প্রায় সব ধরনের সবজি কিনতে প্রতি কেজি ৬০-৮০ টাকা গুনতে হচ্ছে। ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রায় সব ধরনের সবজি কিনতে হচ্ছে প্রতি কেজি ৬০-৮০ টাকায় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম আমদানিকৃত চালের দাম সামান্য কমলেও সব ধরনের দেশি চালের দাম বাড়তি শুক্রবার কয়েকটি...