কুমিল্লার হোমনায় ৪টি মাজারে ব্যাপক ভাঙচুর, দান বাক্সের টাকা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর মামলাটি করেন। তবে গ্রেপ্তার হয়নি কেউ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে আসাদপুর গ্রামের তিন দশকের ঐতিহ্যবাহী কফিল উদ্দিন ফকিরের মাজার ও তার পরিবারের মাজারসহ ৩টি ঘরে ভাঙচুর, লুটপাট করে দাহ্য পদার্থ ঢেলে ঘরগুলোতে আগুন জ্বালিয়ে দেয় একদল ব্যক্তি। এ সময় ওই এলাকার স্কুল মাঠের দক্ষিণ পাশের আবদু শাহ, পূর্ব পাশের হাওয়ালীর মাজার ও নোয়াগাও গ্রামের ঐতিহ্যবাহী কালু শাহর মাজারে ব্যাপক ভাংচুর করা হয়। এর মধ্যে হাওয়ালীর মাজার ও চিৎপুর গ্রামের হাসান শাহর দরবারে আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়। মাজারগুলোতে থাকা দানবাক্স ও ঘরে থাকা নগদ টাকা,...