দ্বৈরথ ভুলে একদিনের জন্য শ্রীলঙ্কার সমর্থক বনে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লঙ্কানরাই এখন আবার এশিয়া কাপের সুপার ফোরে প্রথম বাধার নাম। বন্ধুত্ব সরিয়ে আবার ফেরাতে হচ্ছে লড়াইয়ের তেজ। তবে দ্বৈরথ কিংবা বন্ধুত, কোনোটাতেই আপাতত ঢুকতে রাজী নয় শ্রীলঙ্কা দল। তাদের ব্যাটিং কোচ থিলান কান্দাম্বি বলেছেন, শুধু ক্রিকেটীয় দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশকে দারুণ দল ভেবেই খেলতে নামবেন তারা। গতকাল বৃহস্পতিবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা। তাদের জয়ে এই গ্রুপের রানার্স-আপ হিসেবে পরের পর্বে সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দল দুটি এবার সুপার ফোরে পরস্পরের প্রথম প্রতিপক্ষ। অবসর বা ভাবনারও ফুরসত নেই। মাত্র একদিন বিরতির পর আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। গ্রুপ...