জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে তারা কোনো জোটে যাচ্ছে না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই না। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি। জামায়াত ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই। তিনি জানান, এই মুহূর্তে এনসিপি কোনো জোটে যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল...