চ্যালেঞ্জ কাপ জয়ের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উল্লাস কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘটনাবহুল এক ম্যাচ জিতে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দ্বিতীয় আসরের শিরোপাও নিজেদের করে নিলো ১০ জনের দলে পরিণত হওয়া কিংস। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) জেলা শহরে অনুষ্ঠিত এক ম্যাচের টুর্নামেন্টে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে বুসন্ধরা কিংস। গত বছর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম আসরেও তারা শিরোপা জিতেছিল সাদাকালোদের ৩-১ গোলে হারিয়ে। ব্রাজিলিয়ান ডরিয়েলট গোমেজ দুটি ও আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টো একটি এবং নাইজেরিয়ান এমানুয়েল সানডেও একটি গোল করেন। মোহামেডানের হয়ে এক গোল শোধ দেন উজবেকিস্তানের মোজাফফরভ। এক ম্যাচে কত কিছুই না ঘটল। মাঠ প্রস্তুত না থাকায় ১১ মিনিট দেরিতে খেলা শুরু হয়। ম্যাচে দুটি পেনাল্টি পায় দুই দল। কিংসের সোহেল রানা লালকার্ড দেখেন। মাঠে দর্শকদের সেই স্মোক ফ্লোয়ার ছোঁড়ায়...