হারুন অর রশীদ অপুর সঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়ার পরিচয় ২০১৫ সালে। বিয়ে ২০১৮ সালে। বন্ধুত্ব, চুটিয়ে প্রেম, বিয়ে এবং পৌনে দুই বছরের সংসার জীবনের ইতি টানেন শবনম ফারিয়া। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দ্বিতীয় বার বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন বিয়ে নিয়ে তার ভীতি রয়েছে। ভীতি থাকা সত্ত্বেও কেন দ্বিতীয় বিয়ে করলেন; সে বিষয়টি খোলাসা করেছেন এই অভিনেত্রী। শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এ অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে...