বিশেষ প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করে। এসব সূচকের মধ্যে সবচেয়ে আলোচিত হলো আরএসআই (Relative Strength Index), যা দিয়ে বোঝা যায় কোনো শেয়ার বর্তমানে অতিরিক্ত কেনা বা বেচার চাপের মধ্যে আছে কি না। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ১১টি কোম্পানির শেয়ার আরএসআই সূচকে বিপদ সীমায় রয়েছে। এগুলো হলো— এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি ফাইন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, ফাইন ফুডস, জিকিউ বলপেন, সাপোর্ট, খান ব্রাদার্স, টেকনো ড্রাগ, শ্যামপুর সুগার ও ইউসিবি ব্যাংক। অ্যানালাইসিস পোর্টাল লঙ্কাবাংলা ও আমারস্টক এ তথ্য দিয়েছে। • এশিয়াটিক ল্যাবরেটরিজ : আরএসআই ৭৪.৯২, শেয়ারদর ৬২ টাকা • বিডি ফাইন্যান্স : আরএসআই ৭১.১৮, শেয়ারদর ১১.৭০ টাকা • সিটি জেনারেল ইন্স্যুরেন্স : আরএসআই ৮২.৫৮, শেয়ারদর ৬৬ টাকা • এনভয়...