কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এর আগে বাসে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতের উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করতে অবস্থান নেন। মিছিলটি আন্দরকিল্লাহ হয়ে নগরীর লালদিঘীর পাড় কোতোয়ালির মোড় প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে ৫ দফা দাবি পেশ করেন নেতারা। এগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং...