২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গোপালগঞ্জ জেলার সাতপাড়ের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শলিপি বেদেপল্লিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সর্পদংশন প্রতিরোধ ও সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডা. শরিফুন্নেছা। তিনি বলেন, “সর্পদংশনে প্রতিদিনই দেশে গড়ে ১৬ থেকে ২০ জনের মৃত্যু ঘটে। অথচ প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত উপজেলা, জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে এন্টিভেনম প্রয়োগ করলে কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।” তিনি বেদে সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, “সর্পদংশনে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কোনোভাবেই বেদেরা করবেন না। রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে নিতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য...