এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। জমজমাট সেই ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য নতুন করে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে দর্শকদের সর্বনিম্ন প্রায় আড়াই হাজার টাকা খরচ করতে হবে।‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী— ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।সুপার ফোরের ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৭৫ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৬ টাকা। সুপার ফোরের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের...