জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ৫ দফা দাবি উত্থাপন করে। প্রধান অতিথির বক্তব্যে দলের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটানোর জন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প নেই।” এদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়েছে। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে আবারও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে এবং স্বৈরাচারের পুনরুত্থান ঘটতে পারে। পিআর বা প্রোপোশনাল রিপ্রোজেন্টেশন (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে কোনো দল জাতীয়ভাবে যে পরিমাণ ভোট পায়, সংসদে তাদের আসন সেই অনুপাতে বণ্টন করা হয়। অর্থাৎ...