সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে পদক পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে বাংলাদেশে এসেছেন ভলিবলের জাপানি কোচ রায়ান মাসাজেদি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঢাকায় পৌঁছান। বিমান বন্দরে কোচকে অভ্যর্থনা জানান ফেডারেশনের সহ-সভাপতি মাছুদুল আলম এবং অন্য কর্মকর্তারা। জাতীয় ভলিবল দলের সাবেক ইরানি কোচ আলিপোর আরজির স্থলাভিষিক্ত হলেন ইরানি বংশোদ্ভূত জাপানিজ এই কোচ । ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘শুরুতে আমরা আলিপোর আরজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আলিপোর আরজি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। এর ফলে আমরা নতুন কোচ খুঁজছিলাম। রায়ান মাসাজেদির মতো একজন দক্ষ কোচও পেয়ে যাই। তাই কালবিলম্ব না করে তাকেই আমরা আসন্ন দু’টি সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা) আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং এসএ গেমসের জন্য বেছে নিয়েছি।’ তিনি যোগ করেন, ‘আগামী ২২ অক্টোবর...